Thursday, March 12, 2020

Potenga Sea Beach - পতেঙ্গা সমুদ্র সৈকত


পরিচিতিঃ

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি হলো পতেঙ্গা সমুদ্র সৈকত (Potenga Sea Beach)। পতেঙ্গা (Potenga Sea Beach) চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।পতেঙ্গা সমুদ্র সৈকত (Potenga Sea Beach) যা চট্টগ্রাম শহরের কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। বন্দর নগরী চট্টগ্রাম থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 

অবস্থানঃ

পতেঙ্গা, চট্টগ্রাম।

বেড়ানোর সময়ঃ 

এখানে শীতকালে বেড়াতে আসার জন্য উৎকৃষ্ঠ সময়।


দর্শনীয়ঃ

এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখতে পারবেন।


ভ্রমনঃ

এখানে আপনি নৌকা নিয়ে নদীতে ঘুড়তে পারবেন এবং বঙ্গোপসাগরের ডেউ উপভোগ করতে পারবেন। তাছাড়াও  এখানে বিনোদনের জন্য রয়েছে ওয়াটার ড্রাইভ এর ব্যবস্থা।


কেনাকাটাঃ

এখান থেকে অনেক বার্মিজ পন্য, গয়না, আচার ইত্যাদি শপিং করতে পারবেন।

খাওয়া দাওয়াঃ 

এখানে খাওয়া-দাওয়ার জন্য অনেক রেস্টুরেন্ট গড়ে উঠেছে। যদিও সৈকতের রেস্টুরেন্টগুলির দাম কিছুটা উচ্চমানের তবুও এখানের আপনার পচন্দের খাওয়া-দাওয়াটা এখানেই সেড়ে ফেলতে পারেন।
Potenga-Sea-Beach
পতেঙ্গা সমুদ্র সৈকত, ছবিঃ Captured by MI MAX

Potenga-Sea-Beach
পতেঙ্গা সমুদ্র সৈকত, ছবিঃ Captured by MI MAX

Potenga-Sea-Beach
পতেঙ্গা সমুদ্র সৈকত, ছবিঃ Captured by MI MAX

Potenga-Sea-Beach
পতেঙ্গা সমুদ্র সৈকত, ছবিঃ Captured by MI MAXSelfie at পতেঙ্গা সমুদ্র সৈকত, ছবিঃ Captured by MI MAX

Selfie at পতেঙ্গা সমুদ্র সৈকত

Selfie at পতেঙ্গা সমুদ্র সৈকত

Way-to-Potenga-Sea-Beach

Karnafuli-EPZ

Karnafuli-EPZ

Karnafuli-EPZ