Thursday, May 28, 2020

Dream Holiday Park - ড্রিম হলিডে পার্ক

Dream Holiday Park - Narsingdi

আনন্দময় অবকাশযাপনের জন্য ড্রিম হলিডে পার্ক অনন্য। এ পার্কটির অবস্থান নরসিংদীর পাঁচদোনার চৈতাবাতে । ঢাকা-সিলেট হাইওয়ের পাশেই এর অবস্থান। এই পার্কটি ৩ বিঘা জমির উপর নির্মিত, ড্রিম হলিডে পার্কটি বিনোদনপিপাসুদের জন্য ৩১ আগস্ট, ২০১১ উন্মুক্ত করা হয়েছিল। 

এখানে রয়েছে বিশাল গাড়ী পার্কিংয়ের জায়গা, থাকার জন্য বাংলো এবং কুটির, ভারতীয় ও চীনা খাবারের জন্য আন্তর্জাতিক মানের রেস্তোঁরা, কফি-হাউস, আইসক্রিম পার্লার, সুস্বাদু ফাস্টফুড, সরকারী সুরক্ষা (আনসার), তাৎক্ষনিক  বিদ্যুত সরবরাহ, প্রার্থনার ঘর (মসজিদ) ইত্যাদি।

অবকাশযাপনের জন্য শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য ড্রিম হলিডে পার্কটি উৎকৃষ্ট। ড্রিম হলিডে পার্ক পিকনিকের জন্য একটি দুর্দান্ত জায়গা। পিকনিক সুবিধাগুলির মধ্যে রয়েছে সাজসজ্জার পুরো প্যাকেজ, পর্যাপ্ত সংখ্যক হাইজেনিক টয়লেট/ওয়াশরুম, বিশেষ Shade, সাউন্ড সিস্টেম (প্রিপেইড),  সমস্ত রাইড প্রিপেইড।

দুটি পিকনিক স্পট রয়েছে- (১) মায়াবী পিকনিক স্পটের জন্য বাংলো (২ এ / সি রুম) এবং (২) মাধুরীমা পিকনিক স্পটের জন্য বাংলো - স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং পরিবার একসাথে এবং পিকনিকের জন্য।

শিশুদের জন্য এটি বেশ জনপ্রিয় । আছে কিছু রাউড এর মধ্যে হচ্ছে নাগাট ক্যাসল, স্পিনিং ক্যাসল, রকিং হর্স, ড্রিম প্লে হাউজ, চাইল্ড ক্যাসল, চাইল্ড প্লে গ্রাউন্ড, সুইং চেয়ার লাফিং ক্রাউন্ড বাম্পার কার উল্যেখযোগ্য । কচিকাচা শিশুরা এখানে আনন্দে মেতে উঠে । ভূতের বাড়িতে রয়েছে ভৌতিক আয়োজন । বুলেট ট্রেনে রুমাঞ্ছকর সময় কাটে । এয়ার বাইসাইকেলে উরা যায় আকাশে । এ রাইড ড্রিম হলিডে প্রথম বাংলাদেশে চালু করেছে । 

জলের উপর পার্কের ক্রিয়াকলাপগুলির মধ্যে রয়েছে: জেট ফাইটিং, স্পিড বোটিং, রাজহাঁস নৌকা বাইচ, বেঙ্গল ব্রিজের নীচে নৌকা চালানো, সিডনি ব্রিজ এবং লন্ডন ব্রিজ। এ পার্কে কুমিরের একটি ভাস্কর্য ওয়াটার ফাউন্টেন সহ আরও কিছু আয়োজন ।

লেকের দৃশ্য এর পরে বসে সবুজ ঘাসের মনোরম পরিবেশ কাটিয়ে দিতে পারেন বিকেল । এছাড়া স্পিড বোটে একটি চক্কর দিতে পারেন । আরেকটি কথা মনে করিয়ে দেই খালের পারে বিরাট সাপ, কচ্ছপ, সিংহ,হরিণ (যদিও সব কিছুই কৃত্রিম।

বাচ্চাদের জন্য চৈতাবা রেলওয়ে স্টেশনে যেতে এবং এয়ারে সুইং চেয়ার, বুল রাইড এবং গর্জিলা এবং ট্রেন রয়েছে।

ভ্যাট সহ এন্ট্রি টিকিটের দাম 200 টাকা।

ড্রীম হলিডে পার্ক এ বুকিং দিতে ও বিস্তারিত জানতে কল করুন:
01762-696302,
01762-696303,
01762-696304,
01762-696305,
01762-696306.
অথবা ঘুড়ে আসতে পারেন তাদের ফেসবুক পেইজ এঃ

আমি যখন ঘুড়তে গিয়েছিলাম তখনকার কিছু ছবি শেয়ার করলাম।
Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park

Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park

Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park

Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park

Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park

Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park

Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park

Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park

Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park

Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park

Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park

Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park

Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park

Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park

Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park

Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park

Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park

Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park

Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park

Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park

Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park

Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park

Sumon-Sutradhar-at-Dream-Holiday-Park