Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Saturday, July 25, 2020

ব্যাকুলতা

ব্যকুলতা-Sumon-Sutradhar


ব্যাকুলতা 

--- Sumon Sutradhar ----


কখনো কি ভেবেছিলে তোমাকে আবার 
আগের মত করেই চাইব? 

ভেবেছিলে কি এতগুলো বছর পর
তোমার একটুখানি ভালবাসার জন্য 
আবারো ব্যাকুল হব?

ভালবাসার প্রথম প্রহরগুলোর মত কত স্মৃতি 
এই শ্রাবনের বৃষ্টির মত
ভিজিয়ে যায় প্রতিনিয়ত। 

তুমি জানো কি, এখনো তোমায় 
এক নজর দেখার জন্য ব্যাকুল থাকি।
জানো কি, মাঝে মাঝে ইন্টারনেটে 
হন্যে হয়ে খুজে ফিরি তোমাকে
একটু চোখ জোড়াব বলে।

তুমি জানো কি এখনো মাঝে মাঝে 
জ্বরে যখন বিছানা জড়িয়ে থাকি
তোমাকেই বেশি অনুভব করি
আমার মাথার পাশে;
যেন মাথায় হাত বুলিয়ে দাও সারাক্ষণ।


Tuesday, January 28, 2020

খোঁজে পাবে আমায়

"খোঁজে পাবে আমায়"


প্রিয়তমা,
যদি কখনো আমায়
মনে পরে তোমার
নির্জন রাতের ঐ আকাশে
লাখো তারার ভিড়ে
রুপালী চাঁদের সৌন্দর্য
তুমি দেখে নিও
জেনে রেখো, ঐ খানেই তুমি
খোঁজে পাবে আমায় ।

হাজারো ফুলের মেলায়
হাতে তুলে নিও তুমি
একটি রক্তগোলাপ,
রক্তগোলাপের সেই 
রক্তিমতার শোভা
তুমি দেখে নিও
জেনে রেখো, ঐ খানেই তুমি
খোঁজে পাবে আমায় ।

উত্তাল সাগরের উর্মিতে
আনমনে চোখ ভুলিয়ে নিও,
ঐ উর্মির স্রোতে তুমি
কল্পনায় ভেসে যেও
জেনে রেখো, ঐ খানেই তুমি
খোঁজে পাবে আমায় ।

প্রতিটা নিশিতে তুমি
গভীর ঘুমের মাঝে
অন্তহীন স্বপনে ডুবে যেও
জেনে রেখো, ঐ খানেই তুমি
খোঁজে পাবে আমায় ।

তোমার শ্রান্ত-ক্লান্ত দেহটিকে
বর্ষার রিমঝিম বৃষ্টিতে
শিথিল করে নিও
জেনে রেখো, ঐ খানেই তুমি
খোঁজে পাবে আমায় ।

শিশিরসিক্ত ঘাসের গালিচায়
নগ্ন পায়ে চলিও
কখনোবা ঐ গালিচায় বসে
শিশিরের হাঁসির খেলায়
নিজেকে জড়িয়ে নিও
জেনে রেখো, ঐ খানেই তুমি
খোঁজে পাবে আমায় ।।

Saturday, January 25, 2020

"আজ কেন দূরে সরো ?" -Poem




"আজ কেন দূরে সরো ?"


কই সেদিনতো ফিরিয়ে দাওনি,
সেদিন যখন কামদেবের পূজায়-
    মগ্ন ছিলাম দুজনে ।
তখনতো না বলনি ।

সেদিন যখন তোমার ঠোটে
আমার ঠোট রেখেছিলাম,
তোমাকে আমার বুকে জড়িয়ে
           -নিয়েছিলাম,
তখনতো বাঁধা দাওনি ।

তবে আজ কেন তুমি
এভাবে দূরে সরো ?
আমি যতই এগোতে চাই
তুমি ততই দূরে সরে যাও ।

যখন দুজনে মিলন সুখের বন্যায়
ছোট্ট ভেলায় একসাথে ভাসতাম ।
তখনতো বলোনি আমার সাথে
এ সুখের বন্যায় তুমি ভাসতে
            -চাওনা ।

আজ যখন কামদেবের পূজার
সমস্ত আয়োজন সমাপ্ত
ঠিক তখনি তুমি পূজারিণী হয়ে
আমার পাশে থাকতে চাওনা ।

Saturday, January 11, 2020

ফাগুন বাতাস আমায় করোনা উদাস-Poem



"ফাগুন বাতাস আমায় করোনা উদাস"


(17 Falgun 1414)



fagun-Falfun


ফাগুন বাতাস আমায় করোনা উদাস......,
উদাসী হলে,
কি করে দেখবো স্মৃতির আয়নাতে
আমার প্রিয়ার সেই প্রথম যৌবনের ছবি ?
যাকে দেখেছিলাম সেই প্রথম
কোন এক আশ্বিণের দিনে ।

উদাসী হলে ফাগুনের এই জোছনা রাতে
হৃদয়ের সাদা ক্যানভাসে কি করে আঁকবো প্রিয়ার ছবি,
কুকিলের কুহুতানে চমকে উঠবোনা প্রিয়ার কণ্ঠ বলে,
আমের মুকুলের মিষ্টি গন্ধেও
মনে হবে না এযে-
প্রিয়ার দেহের সেই টাটকা গন্ধ ।

উদাসী হলে,
রবে না মনে প্রিয়ার স্মৃতি,
প্রিয়ার চোখে পরবে না চোখ,
পাবোনা খুঁজে প্রিয়ার চোখের ভাষা ।

Sunday, January 5, 2020

খুঁজে ফিরি তোমাকে-Poem


"খুঁজে ফিরি তোমাকে"

Khuje-Firi-Tumake


পূর্ণিমা রাতের চাঁদের সৌন্দর্যে
খুঁজে ফিরি তোমার
মনোহারিণী সেই রুপ ।

প্রভাতে পাখির সুমধুর কলতানে
খুঁজে ফিরি তোমার
সেই মিষ্টি কণ্ঠস্বর ।

গোলাপের পাপরির মাঝে
খুঁজে ফিরি তোমার
সেই রঞ্জিত দুটি ঠোট ।

শীতের সকালে ঘাসের ডগায়
প্রতিটা শিশির কণার ঝলকানিতে
খুঁজে ফিরি তোমার
সেই মুক্তো ঝড়ানো হাঁসি ।

প্রতিটা অফুটন্ত কুসুমকলিতে
খুঁজে ফিরি তোমার
মায়াবী দুটি চোখ ।

বর্ষার বারিধারায় কিংবা
ফাগুনের মৃদুমন্দ বাতাসে
খুঁজে ফিরি তোমার
কোমল ছোঁয়া ।

এখন বুঝি-Poem

"এখন বুঝি"


Ekhon-Buji


নীল জোছনায় তুমি বসেছিলে নিরবে,
সামনে যেতেই দেখি
চোখ দুটি জলেতে ভেজা,
জানতে চেয়েচিলাম, হয়েছে কি?

কিছুই বলনি তুমি
শুধুই চেয়েছিলে চোঁখে চোঁখ রেখে,
সেদিন বুঝেছিলাম তোমার চোঁখ
জোছনার চেয়েও সুন্দর ।

হাতে হাত রেখে বসিয়েছিলে,
কি যেন বলতে চাও--- ।
কিন্তু মুখে কোন কথা স্বরে না ।
একসময় বলেছিলে,
"কেন যে তোমায় বুঝে নিতে পারিনা---?" 

সেদিন বুঝিনি ঠিকই, কিন্তু
এখন বুঝি তোমার মনের অব্যক্ত ভাষাটি,
শুধু তুমি নও
আজ আমিও যে ভালবাসি ।

তাইতো এমন জোছনারাতে
তোমার জন্য অগুচরে
চোখের পাতায় দুফোঁটা অশ্রু
টলমল করে ।,

তুমি আমারি থেকো চিরদিন - Poem

"তুমি আমারি থেকো চিরদিন"


Tumi-Amari-Theko-Chirodin

তোমাকে কল্পনায়
আমার রাণী হিসেবেই ভাবতাম ।
কখনো বাস্তব জীবনে ভাবিনি,
তোমাকে ভেবেই কেটে গেছে
আমার কতরাত ।

ভেবেছিলাম তুমি আমার জীবনে
কখনো বাস্তব হয়ে আসবেনা ।
কিন্তু আজ যখন তুমি
তোমার নরম হাতটি
আমার হাতে রেখেছিলে,
তখন মনে কি যে শিহরণ
জেগেছিল !

আজ যেভাবে আমার হাতে
তোমার হাতটি রেখেছো,
চিরদিন কি এভাবেই
হাতে হাত রেখে চলবে?
নাকি সময়ের ব্যবধানে
দূরে ঠেলে দেবে আমাকে?

আমায় ভালবেসে চিরদিন
আমার জীবন চলার পথে
আলোক বর্তিকা হয়েই
পথ দেখিয়ে দিও,
তুমি আমারি থেকো চিরদিন ।

Thursday, January 2, 2020

এখন শ্বেতশুভ্র ভালোবাসা কামনা করি-Poem


"এখন শ্বেতশুভ্র ভালোবাসা কামনা করি"


Ekhon-ShetShubhra-valobasa-Kamona-kori

সেই তুমি আজও আমাকে ভালবাস
আমিও তোমাকে ভালবাসি ।
কিন্তু তবু আমরা দুজন আজ
দুজনার কতটা দূরে--- ।

সেই তুমি, যে আমার আঁধার জীবনে
ভালবাসার প্রদীপ জ্বেলেছিলে ।
তোমার সেই আলোতেইতো আজও
আমি পথ চলি নির্বিঘ্নে ।

সেই তুমি, আমাকে তোমারি স্বপনে
বিভোর করে রাখতে সারারাত,
এখনো আমি
তোমার স্বপনেই বিভোর থাকি,
তোমার স্বপনেই কেটে যায়
আমার সারারাত ।

সেই তুমি, যে আমারি হাতে হাত রেখে চলতে সারাক্ষণ,
এখনও যখন একা একা পথ চলি
মনে হয় তুমি আমারি হাত ছোঁয়ে আছো ।

সেদিন যখন তুমি আমার গালে
তোমার ঠোটের স্পর্শ একেছিলে
যখন তুমি আমাকে
তোমার বুকে জড়িয়ে নিয়েছিলে,
তখন কি যে শিহরণ জেগেছিল দেহ-মনে ।

তোমার সেই স্পর্শ
আজও আমাকে ছুঁয়ে থাকে সারাক্ষণ ।
তোমার সেই স্পর্শ
আজও আমাকে শিহরিত করে বারবার ।

একসময় আমাদের ভালবাসায়
কাঁমনার গন্ধ ছিল ।
কিন্তু আজ আমাদের শ্বেতশুভ্র ভালোবাসা ।
এতে কাঁমনার কোন চিহ্ণ নেই ।

এখন ঠিক এমনই শ্বেতশুভ্র ভালোবাসা কামনা করি ।
যেখানে যৌনতার কোন ছোঁয়া নেই,
কামনার গন্ধ নেই ।
দু'জন দুই প্রান্তে, দূরে-বহুদূরে
যেখান থেকে শুধু ভালবাসা যায়
শুধুই ভালবাসা যায় ।।

স্মৃতিগুলি মনে নেই-Poem

"স্মৃতিগুলি মনে নেই"

Smritiguli-Mone-Nei

হয়ত মনে নেই,
ভুলে গেছো সেই দিনগুলির কথা,
সেই স্মৃতিগুলির কথা ।

শীতের সকালে শিশির-স্নাত ঘাস মাড়িয়ে
চলেছি কত তুমি-আমি ।
সকালের মিষ্টি রোদে খড়ের স্তুপে বসে
করেছি কত দুষ্টুমি,
শেষ বিকেলে পশ্চিমের আকাশ দেখে দেখে
করেছি কত গল্প,
পুকুর পাড়ে বসে
তোমাকে শোনায়েছি কত কবিতা ।

সেদিন সন্ধ্যায চমকে দেখেছিলাম
তুমি অভিসারে আমার কাছে এসেছিলে,
আমারি হাত টেনে ধরেছিলে,
নিরবে তোমারি বুকে ডেকেছিলে,
বলেছিলে,"চলো, ঐদিকে যাই,
নীল জোছনায় তারার সাথে করি খেলা ।"

সেদিন তোমার বনলতার মত চোখে
চোখ রেখে বুঝেছিলাম
ঐদু'টি চোখ যেন নেশায় ভরা ।

পূর্ণিমা রাতে সেদিনই প্রথম
তোমার হাতে রেখেছি হাত,
------ঠোঁটে ঠোঁট,
এক সময় জড়িয়ে নিয়েছি
আমার বুকের মাঝে ।

শ্রাবণ মেঘের দিনে-Poem


"শ্রাবণ মেঘের দিনে"

Shrabon-Megher-Dine

শ্রাবণের মেঘাচ্ছন্ন এক বিকেলে
আমার হাতে তোলে দিয়েছিলে তুমি
তোমার অবয়বখানি ।

হৃদয় ঘন্টায় সেদিন যেন
হঠাত্‍, ডং করে উঠেছিল ধ্বনি ।
সেই থেকে আজও আমি
শুধু তোমারি কথা ভাবি ।

বার বার দেখে নেই তোমার ছবি ।
এমন শ্রাবণ মেঘের দিনে
শুধু তোমার কথা পড়ে মনে,
তোমার মিষ্টি অবয়বখানি
বার বার ভেসে আসে
আমার দৃষ্টির সম্মূখে ।

মাঝে মাঝে অগুচরে দেখে নিই তোমাকে,
জানি না কোন জড়তায়
তোমার সামনে দাড়াতে পারি না ।

Thursday, March 27, 2014

১৪ই অক্টোবর


১৪ই অক্টোবর 

14-October

আজ ১৪ই অক্টোবর,
ঠিক এই দিনে তোমার সাথে আমার পরিচয়. .
তারপর প্রণয় ।

সেই প্রণয়ের সুর এখন আর
আমার হৃদয়ে বাজে না,
তখন তুমিই ছিলে. . .
আমার স্বাপ্নরাজ্যের সঙ্গী,
তোমাকে নিয়েই লিখতাম অবিরাম।

এখন বহুদিন তোমাকে নিয়ে লিখি না,
কিকরেইবা লিখি?
এখনতো তোমার চেহারাটা
আমার মনে পড়ে না।
সেই স্মৃতিগুলো আজ আর
হৃদয়ে দাগ কাটে না।

কদিন আগেও চোঁখ বন্ধ করে নিরবে
স্বপ্নময় ক্যানভাসে সোনালী তুলি দিয়ে
তোমার রঙিন ছবি আঁকতাম।

কিন্তু এখন চোঁখ বন্ধ করলে,
সেখানে তোমার ছবি ভাসে না,
ভাসে অন্য কোন ষোড়শীর।
সেদিন যে মেয়ের চুল
বাতাসে হয়েছিল এলোমেলো।

আজ সেই মেয়েটির ছবি চোঁখে ভাসে
যে মেয়েটি তার বুকের উড়নাটা
বাতাসে ছুড়েছিল।

এখন তোমার চেহারাটা স্পষ্ট নয়,
ঝাপসা হয়ে গেছে।
এখন স্পষ্ট হয়ে উঠে
সেই চঞ্চলা মেয়ের মধুর চেহারা।

এখন তোমার কামাতুর করা
বাঁশের পাতার মতো দুটি ঠোট
আমায় কাছে ডাকে না ।
এখন চোখে ভাসে না
তোমার স্ফীত বুক,
উদ্দীপ্ত যৌবন।।

তোমাকে নিয়ে লিখা


তোমাকে নিয়ে লিখা


Tumake-Niye-Lekha


আজ দুপুর থেকে টানা বৃষ্টি হচ্ছে।
এখন রাত 3.45 বাজে, এখনও থামেনি ।

এতো রাত হলো কিন্তু আমার চোঁখে ঘুম নেই।

আজ অনেক-দিন পর তোমার চেহারা দেখেছি।

এতদিন জানতাম আমাকে ছাড়া অনেক ভালো আছো।
এমনকি মোবাইলে কথা বলার সময়ও একটি বারের জন্য বুঁজতে দাওনি সত্যি তুমি কেমন আছো ।
আজ তোমার চেহারা দেখেই বুঝে গেছি তুমি কতটা সুখে আছো,

তোমাকে চেনা যায় না।
অনেক শুকিয়ে গেছো,
চেহারা অনেক কালো হয়ে গেছে।
তোমার আজকের এই চেহারাটা আমার মেনে নিতে খুব কষ্ট হচ্ছে।

আজ সারাদিন তোমাকে এতই ভেবেছি যে, প্রথম যখন তোমার প্রেমে পরেছিলাম তখনও এত ভাবিনি ।

আজ সারাটাদিন তোমার স্মৃতি রোমন্থনেই কেটেছে ।
"এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে. . .
সময় আমার কাটেনা ।
চাঁদ কেন আলো দেয় না.
পাখি কেন গাণ গায় না.
তারা কেন পথ দেখায় না. .
তুমি কেন কাছে আসনা. . ."
আর্টসেল এর এই গাণটা আজকে কতবার যে শুনেছি. . . তার ইয়াত্তা নেই।

তোমার সাথে দীর্ঘ 7 বছরের সম্পর্ক, আর ব্রেক-আপ হল মাত্র 9 মাস.

সেই সব দিনগুলির কথা কি মনে আছে?
সেই 7 টা বছর আমাদের জিবনের শ্রেষ্ট সময়।

আজ বারবার মনে হয়েছে সেই হারনো দিনগুলিতে ফিরে যেতে,
কিন্তু আমি জানি যে সেটা আর কোনদিনও সম্ভব নয়।

সেই সন্ধ্যায় কলম টা হাতে নিয়ে বসেছিলাম তোমাকে নিয়ে কিছু লিখব বলে. . . .
কিন্তু কিছুই লিখতে পারি নি . . .
আসলে কলমের খোছায় তোমাকে ফুটিয়ে তোলার মতো শিল্পী কিংবা কবি আমি কোন কালেই হতে পারবো না।

"আজও তোমাকে ভাবি"



"আজও তোমাকে ভাবি"




সতত তোমারি কথা ভাবি
আজও ভুলিনি তোমায়,
আজও তোমার স্মৃতি,ছবি
রয়েছে আমার হৃদয়পটে ।

জানিনা আজ তোমার
লাগামহীন দুরন্ত চঞ্চল সময়
কিভাবে কাটে ।

হয়ত এখন আর তুমি
কৃষ্ণচূড়ার লাল দেখনা,
শুধু আকাশের নীল দেখ ।

হয়ত এখন আর তুমি
বৃষ্টিতে ভিজনা,
উদাস হয়ে বৃষ্টি দেখ ।

হয়ত এখন আর তুমি
সাদা কাশফুল দেখনা,
আকাশের সাদা মেঘ দেখ ।

হয়ত এখন আর তুমি
জোছনা দেখনা,
কোন আমাবস্যার রাতে
কালো আকাশ দেখ ।

কিন্তু----
আজও আমি
কৃষ্ণচূড়ার লাল দেখি,
আজও বৃষ্টিতে ভিজি,
সাদা কাশফুল দেখি,
আজও তোমাকে ভাবি-- ।

Wednesday, March 19, 2014

"ভালবাসা"


"ভালবাসা"




Valobasa

তখন বুঝিনি ভালবাসা কি?
বুঝিনি ভালবাসা হতে দুটি মনের মিলন হতে হয় ।

জানতাম, দুটি দেহের মিলনেই
ভালবাসা হয় ।
দৈহিক মিলনে যে সুখ নিহিত
এরই নাম ভালবাসা, এরই নাম প্রেম ।

এখন বুঝেছি,
দৈহিক পরিতৃপ্তির নাম ভালবাসা নয়,
ভালবাসা সম্পূর্ণই মনের ব্যাপার ।
আত্মিক পরিতৃপ্তিই ভালবাসা ।

আজ যদিও তুমি দূরে
তোমার স্পর্শগুলো আজও
আমাকে ছুঁয়ে থাকে সারাক্ষণ ।