Tuesday, January 28, 2020

খোঁজে পাবে আমায়

"খোঁজে পাবে আমায়"


প্রিয়তমা,
যদি কখনো আমায়
মনে পরে তোমার
নির্জন রাতের ঐ আকাশে
লাখো তারার ভিড়ে
রুপালী চাঁদের সৌন্দর্য
তুমি দেখে নিও
জেনে রেখো, ঐ খানেই তুমি
খোঁজে পাবে আমায় ।

হাজারো ফুলের মেলায়
হাতে তুলে নিও তুমি
একটি রক্তগোলাপ,
রক্তগোলাপের সেই 
রক্তিমতার শোভা
তুমি দেখে নিও
জেনে রেখো, ঐ খানেই তুমি
খোঁজে পাবে আমায় ।

উত্তাল সাগরের উর্মিতে
আনমনে চোখ ভুলিয়ে নিও,
ঐ উর্মির স্রোতে তুমি
কল্পনায় ভেসে যেও
জেনে রেখো, ঐ খানেই তুমি
খোঁজে পাবে আমায় ।

প্রতিটা নিশিতে তুমি
গভীর ঘুমের মাঝে
অন্তহীন স্বপনে ডুবে যেও
জেনে রেখো, ঐ খানেই তুমি
খোঁজে পাবে আমায় ।

তোমার শ্রান্ত-ক্লান্ত দেহটিকে
বর্ষার রিমঝিম বৃষ্টিতে
শিথিল করে নিও
জেনে রেখো, ঐ খানেই তুমি
খোঁজে পাবে আমায় ।

শিশিরসিক্ত ঘাসের গালিচায়
নগ্ন পায়ে চলিও
কখনোবা ঐ গালিচায় বসে
শিশিরের হাঁসির খেলায়
নিজেকে জড়িয়ে নিও
জেনে রেখো, ঐ খানেই তুমি
খোঁজে পাবে আমায় ।।