Sunday, January 5, 2020

খুঁজে ফিরি তোমাকে-Poem


"খুঁজে ফিরি তোমাকে"

Khuje-Firi-Tumake


পূর্ণিমা রাতের চাঁদের সৌন্দর্যে
খুঁজে ফিরি তোমার
মনোহারিণী সেই রুপ ।

প্রভাতে পাখির সুমধুর কলতানে
খুঁজে ফিরি তোমার
সেই মিষ্টি কণ্ঠস্বর ।

গোলাপের পাপরির মাঝে
খুঁজে ফিরি তোমার
সেই রঞ্জিত দুটি ঠোট ।

শীতের সকালে ঘাসের ডগায়
প্রতিটা শিশির কণার ঝলকানিতে
খুঁজে ফিরি তোমার
সেই মুক্তো ঝড়ানো হাঁসি ।

প্রতিটা অফুটন্ত কুসুমকলিতে
খুঁজে ফিরি তোমার
মায়াবী দুটি চোখ ।

বর্ষার বারিধারায় কিংবা
ফাগুনের মৃদুমন্দ বাতাসে
খুঁজে ফিরি তোমার
কোমল ছোঁয়া ।