Thursday, January 2, 2020

আমার স্মৃতিসৌধ দর্শণে ব্যর্থতা ও এর কারন

= আমার স্মৃতিসৌধ দর্শণে ব্যর্থতা ও এর কারন =


জাতীয় স্মৃতিসৌধ।  ছবি সংগ্রহ: Wikipedia

আজ 16 ই ডিসেম্বর 2012, মহান বিজয় দিবস । বিজয় দিবস উপলক্ষে আমরা 3 জন স্মৃতিসৌদ দর্শণের পরিকল্পনা করি । বিকাল 4 টাই আমরা আশুলিয়ার চারাবাগ থেকে রওয়ানা দেই । বাসে উঠার কোনো চান্স নাই । রাস্তাই জ্যাম, বাসে ভিড় , কোন রকমে বাসে উঠি । বাসে তিল ধারনেরও ঠাই নাই, এমনকি ছাদও খালি নাই । 
যাই হোক 5 ঘটিকায় নবীনগরে পৌছালাম । কিন্তু গেইটের কাছেই যেতে পরিনি । 1 হাত এগোয় তো 3 হাত পিছনে আসতে হয় । আধা ঘন্টা অনেক চেষ্টা করেও ঢুকতে পারলামনা । গেইটে দাড়িয়ে যেটা উপলব্ধি করলাম সেটা হল : 

মানুষের অসহনীয় ভোগান্তি । একেতো 2-3 কিলোমিটার জ্যাম তাছাড়া মানুষের গিজগিজ ভিড় । এতো মানুষের ভিড়ে আমরা ঢুকবো কি, মানুষ তো বের হতেই পারতেছে না । বিজয় দিবস উপলক্ষে গার্মেন্টস কারখানা ছুটি থাকাই গার্মেন্টস শ্রমিকদের ও যেন ঈদের ছুটি । সবাই হুমড়ি খেয়ে এখানে জড়ো হয়েছে । যেসব মানুষ বিষেশ করে মেয়েরা আর কোন দিন এখানে অসবে কিনা সন্দেহ । কারন তারাই বেশি সমস্যাই পরেছে । অনেকেই শারীরিক লান্চনার ও শিকার হয়েছে । মেয়েদের এইসব লান্চনা আর দূর্ভোগ দেখে অনেক খারাপ লেগেছে । 

আমরা সবাই মা(দেশ)কে সম্মান দেখাতে এসে অনেক মা ও বোন কে এভাবে অসম্মান করছি ? 
ছিঃ / ধিক এইসব হীন মনের মানুষদের । 

যাই হোক এসব দেখে আর ঠিক থাকতে পারলাম না । তাই ফিরে আসলাম। আসতে গিয়ে ও আবার সেই সমস্যা, জ্যাম আর ভিড়ের কারনে কোন গাড়িতেই উঠতে পারলাম না । অনেকটা হেটে আসলাম তারপর . . কিছুটা পথ বাসের ছাদে এবং বাকিটা পথ পিক-আপ ভ্যান এ করে । ভ্যানের মাঝেও ভিড় , 1টা ভ্যান এ প্রায় 35 থেকে 40 জন মনুষ । 
নিজেকে কোরবানীর গরু মনে হয়েছে । কোরবানীর গরু যেমন পিক-আপ বা ট্রাকে করে এক স্থান থেকে অন্য স্থানে নেয়া হয় ঠিক সে রকম। 
এই হলো আমার স্মৃতিসৌদ দর্শণের ব্যর্থ কাহীনি । 

সাভার স্মৃতিসৌদ এলাকায় যে যে সমস্যা চোখে পড়েছে : 
1. রাস্তায় প্রচন্ড জ্যাম, 
2. মানুষের ভিড়, 
3. স্মৃতিসৌদের 1 টি মাত্র প্রবেশ / বাহির ফটক, 
4. আমাদের মানবিক মূল্যবোধের বড়ই অভাব । 

এইসব সমস্যা সমাধানের উপায় : 

1. এখানে 1টা ফ্লাইওভার তৈরি করা, 
2. স্মৃতিসৌদের প্রবেশ/বাহির ফটক ন্যূনতম 4 টা করতে হবে, 
3. আমাদের মানবিক মূল্যবোধের জাগরণ, 
4. ফটকের সামনের হকার ও ভ্রাম্যমাণ দোকান গুলো সরিয়ে ফেলা, এবং 
5. পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা ।