Thursday, March 27, 2014

১৪ই অক্টোবর


১৪ই অক্টোবর 

14-October

আজ ১৪ই অক্টোবর,
ঠিক এই দিনে তোমার সাথে আমার পরিচয়. .
তারপর প্রণয় ।

সেই প্রণয়ের সুর এখন আর
আমার হৃদয়ে বাজে না,
তখন তুমিই ছিলে. . .
আমার স্বাপ্নরাজ্যের সঙ্গী,
তোমাকে নিয়েই লিখতাম অবিরাম।

এখন বহুদিন তোমাকে নিয়ে লিখি না,
কিকরেইবা লিখি?
এখনতো তোমার চেহারাটা
আমার মনে পড়ে না।
সেই স্মৃতিগুলো আজ আর
হৃদয়ে দাগ কাটে না।

কদিন আগেও চোঁখ বন্ধ করে নিরবে
স্বপ্নময় ক্যানভাসে সোনালী তুলি দিয়ে
তোমার রঙিন ছবি আঁকতাম।

কিন্তু এখন চোঁখ বন্ধ করলে,
সেখানে তোমার ছবি ভাসে না,
ভাসে অন্য কোন ষোড়শীর।
সেদিন যে মেয়ের চুল
বাতাসে হয়েছিল এলোমেলো।

আজ সেই মেয়েটির ছবি চোঁখে ভাসে
যে মেয়েটি তার বুকের উড়নাটা
বাতাসে ছুড়েছিল।

এখন তোমার চেহারাটা স্পষ্ট নয়,
ঝাপসা হয়ে গেছে।
এখন স্পষ্ট হয়ে উঠে
সেই চঞ্চলা মেয়ের মধুর চেহারা।

এখন তোমার কামাতুর করা
বাঁশের পাতার মতো দুটি ঠোট
আমায় কাছে ডাকে না ।
এখন চোখে ভাসে না
তোমার স্ফীত বুক,
উদ্দীপ্ত যৌবন।।

তোমাকে নিয়ে লিখা


তোমাকে নিয়ে লিখা


Tumake-Niye-Lekha


আজ দুপুর থেকে টানা বৃষ্টি হচ্ছে।
এখন রাত 3.45 বাজে, এখনও থামেনি ।

এতো রাত হলো কিন্তু আমার চোঁখে ঘুম নেই।

আজ অনেক-দিন পর তোমার চেহারা দেখেছি।

এতদিন জানতাম আমাকে ছাড়া অনেক ভালো আছো।
এমনকি মোবাইলে কথা বলার সময়ও একটি বারের জন্য বুঁজতে দাওনি সত্যি তুমি কেমন আছো ।
আজ তোমার চেহারা দেখেই বুঝে গেছি তুমি কতটা সুখে আছো,

তোমাকে চেনা যায় না।
অনেক শুকিয়ে গেছো,
চেহারা অনেক কালো হয়ে গেছে।
তোমার আজকের এই চেহারাটা আমার মেনে নিতে খুব কষ্ট হচ্ছে।

আজ সারাদিন তোমাকে এতই ভেবেছি যে, প্রথম যখন তোমার প্রেমে পরেছিলাম তখনও এত ভাবিনি ।

আজ সারাটাদিন তোমার স্মৃতি রোমন্থনেই কেটেছে ।
"এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে. . .
সময় আমার কাটেনা ।
চাঁদ কেন আলো দেয় না.
পাখি কেন গাণ গায় না.
তারা কেন পথ দেখায় না. .
তুমি কেন কাছে আসনা. . ."
আর্টসেল এর এই গাণটা আজকে কতবার যে শুনেছি. . . তার ইয়াত্তা নেই।

তোমার সাথে দীর্ঘ 7 বছরের সম্পর্ক, আর ব্রেক-আপ হল মাত্র 9 মাস.

সেই সব দিনগুলির কথা কি মনে আছে?
সেই 7 টা বছর আমাদের জিবনের শ্রেষ্ট সময়।

আজ বারবার মনে হয়েছে সেই হারনো দিনগুলিতে ফিরে যেতে,
কিন্তু আমি জানি যে সেটা আর কোনদিনও সম্ভব নয়।

সেই সন্ধ্যায় কলম টা হাতে নিয়ে বসেছিলাম তোমাকে নিয়ে কিছু লিখব বলে. . . .
কিন্তু কিছুই লিখতে পারি নি . . .
আসলে কলমের খোছায় তোমাকে ফুটিয়ে তোলার মতো শিল্পী কিংবা কবি আমি কোন কালেই হতে পারবো না।

"আজও তোমাকে ভাবি"



"আজও তোমাকে ভাবি"




সতত তোমারি কথা ভাবি
আজও ভুলিনি তোমায়,
আজও তোমার স্মৃতি,ছবি
রয়েছে আমার হৃদয়পটে ।

জানিনা আজ তোমার
লাগামহীন দুরন্ত চঞ্চল সময়
কিভাবে কাটে ।

হয়ত এখন আর তুমি
কৃষ্ণচূড়ার লাল দেখনা,
শুধু আকাশের নীল দেখ ।

হয়ত এখন আর তুমি
বৃষ্টিতে ভিজনা,
উদাস হয়ে বৃষ্টি দেখ ।

হয়ত এখন আর তুমি
সাদা কাশফুল দেখনা,
আকাশের সাদা মেঘ দেখ ।

হয়ত এখন আর তুমি
জোছনা দেখনা,
কোন আমাবস্যার রাতে
কালো আকাশ দেখ ।

কিন্তু----
আজও আমি
কৃষ্ণচূড়ার লাল দেখি,
আজও বৃষ্টিতে ভিজি,
সাদা কাশফুল দেখি,
আজও তোমাকে ভাবি-- ।

পাকি জারজদের উদ্দেশ্যে





Pakistani-Bustered



আমার হোমপেজে বেশ কয়েকটা পাকি রক্ত বহনকারীর কিছু পোস্ট দৃষ্টিগোচর হইতেছে।
তারা নাকি লোক দেখানো জাতীয় সংগীত এর বিশ্ব রেকর্ড কর্মসূচী বর্জন করেছে।

আমি ঐসব আবালদের উদ্দেশ্য করে বলছি, তুই কোনখানের খা****র পোলা যে- তুই বর্জন করলে আমাদের যাবে-আসবে??
৭১ এ তর বাপ-দাদারা পাকি গোলামী করেছে। কিন্তু আমাদের বাল ও ছিঁড়তে পারে নাই, ৩০ লাখ প্রাণের বিনিময়ে বাংলাদেশ কে স্বাধীন করেছি।

দেশপ্রেম কি জিনিস সেইটা তোরা কোন দিন বুঝতে পারবি না, সো আমাদের বুঝাইতে অ আসিস না।

তোরাতো পাকিদের সেই অবৈধ রক্ত ই বহন করে বেরাচ্ছিস।।।।।

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা


সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা



জাতীয় প্যারেড গ্রাউন্ড এ গেইট দিয়ে ঢুকতে পারিনি বিধায় আমরা কাউন্টিং ভিতর আসি নাই।
তাতে কি??

বাউন্ডারি ওয়াল টপকে গিয়ে সবার সাথে দেশের টানে জাতীয় সংগীত গাইতে পেরেছি এটাই অনেক।

সত্যি বলছি .......
জাতীয় সংগীত গাওয়ার সময় এত এত মানুষের দেশের প্রতি টান দেখে অন্তর থেকে কান্না বেড়িয়ে এসেছে।
সত্যি যদি প্রতিদিন দেশটাকে এত ভালবাসতে পারতাম, তাহলে আমার এই দেশটা আজ আরও কত সুন্দর হত! !!

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

Wednesday, March 19, 2014

"ভালবাসা"


"ভালবাসা"




Valobasa

তখন বুঝিনি ভালবাসা কি?
বুঝিনি ভালবাসা হতে দুটি মনের মিলন হতে হয় ।

জানতাম, দুটি দেহের মিলনেই
ভালবাসা হয় ।
দৈহিক মিলনে যে সুখ নিহিত
এরই নাম ভালবাসা, এরই নাম প্রেম ।

এখন বুঝেছি,
দৈহিক পরিতৃপ্তির নাম ভালবাসা নয়,
ভালবাসা সম্পূর্ণই মনের ব্যাপার ।
আত্মিক পরিতৃপ্তিই ভালবাসা ।

আজ যদিও তুমি দূরে
তোমার স্পর্শগুলো আজও
আমাকে ছুঁয়ে থাকে সারাক্ষণ ।