Saturday, January 25, 2020

"আজ কেন দূরে সরো ?" -Poem




"আজ কেন দূরে সরো ?"


কই সেদিনতো ফিরিয়ে দাওনি,
সেদিন যখন কামদেবের পূজায়-
    মগ্ন ছিলাম দুজনে ।
তখনতো না বলনি ।

সেদিন যখন তোমার ঠোটে
আমার ঠোট রেখেছিলাম,
তোমাকে আমার বুকে জড়িয়ে
           -নিয়েছিলাম,
তখনতো বাঁধা দাওনি ।

তবে আজ কেন তুমি
এভাবে দূরে সরো ?
আমি যতই এগোতে চাই
তুমি ততই দূরে সরে যাও ।

যখন দুজনে মিলন সুখের বন্যায়
ছোট্ট ভেলায় একসাথে ভাসতাম ।
তখনতো বলোনি আমার সাথে
এ সুখের বন্যায় তুমি ভাসতে
            -চাওনা ।

আজ যখন কামদেবের পূজার
সমস্ত আয়োজন সমাপ্ত
ঠিক তখনি তুমি পূজারিণী হয়ে
আমার পাশে থাকতে চাওনা ।