ব্যাকুলতা
--- Sumon Sutradhar ----
কখনো কি ভেবেছিলে তোমাকে আবার
আগের মত করেই চাইব?
ভেবেছিলে কি এতগুলো বছর পর
তোমার একটুখানি ভালবাসার জন্য
আবারো ব্যাকুল হব?
ভালবাসার প্রথম প্রহরগুলোর মত কত স্মৃতি
এই শ্রাবনের বৃষ্টির মত
ভিজিয়ে যায় প্রতিনিয়ত।
তুমি জানো কি, এখনো তোমায়
এক নজর দেখার জন্য ব্যাকুল থাকি।
জানো কি, মাঝে মাঝে ইন্টারনেটে
হন্যে হয়ে খুজে ফিরি তোমাকে
একটু চোখ জোড়াব বলে।
তুমি জানো কি এখনো মাঝে মাঝে
জ্বরে যখন বিছানা জড়িয়ে থাকি
তোমাকেই বেশি অনুভব করি
আমার মাথার পাশে;
যেন মাথায় হাত বুলিয়ে দাও সারাক্ষণ।